টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় এখন জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছেন সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের রাজনগর গ্রামের সাইফুল ইসলাম (৪৫)। পেশায় তিনি একজন দিনমজুর। সাইফুল ইসলাম দুই সন্তানের জনক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র দিনমজুর সাইফুল ঘাতকব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সন্ধিক্ষণে প্রহর গুনছেন। কঙ্কাল সার নিথর দেহ নিয়ে খালি গায়ে শুয়ে আছে জীর্ণশীর্ণ ঘরে। হাত পায়ে বিভৎস ঘা হয়েছে। কাঠ মিস্ত্রি কাজ করে চলতো সংসার তার। প্রথমে চাল হতে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। লাখ লাখ টাকা খরচ করে কোন রকম ভাল হয়ে কাঠ মিস্ত্রির কাজ করে পরিবার পরিজন নিয়ে কোন রকম চলছিল তার সংসার । ছয় মাস যাবৎ লিভার ক্যান্সার ধরা পড়েছে। হাত পায়ে ঘা উঠছে, চোখ হলুদ হয়ে গেছে , শরীরের প্রতিটি হাড় বের হয়ে গেছে । প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা খরচ করে কেমো দিতে হয়। সম্পদ বলতে ভিটে বাড়ী টুকুই আছে। চিকিৎসার জন্য গরু ছাগল সব বিক্রি করে চিকিৎসা করা হয়েছে। এখন চিকিৎসার কথা বাদই দিলাম ছেলে মেয়ে নিয়ে চলাই কষ্ট। ডাক্তার বলছে অপারেশন করাতে হবে। এ জন্য ছয় লাখ টাকা লাগবে। এলাকায় ঘুরে ফিরে সামন্য কিছু টাকা উঠাইয়াছি। এত টাকা কই পাবো। টাকার অভাবে মনে হয় চিকিৎসা করা হবে না। আমি বাচতে চাই আমাকে সাহায্য করুন।
সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার রফিকুল ইসলাম -০১৭৪৪৫২৬ ২০৩।
আপনার মতামত লিখুন :